English
শনিবার ২২ এপ্রিল ২০১৭
বিশেষ নিউজ

মর্গে হঠাৎ জীবিত লাশটা: অতঃপর… (ভিডিও)


নিউজওয়ার্ল্ডবিডি.কম - ২৪.০৮.২০১৬

bdp_lasঅজ্ঞাত পরিচয়ের একটা মৃতদেহ পড়ে রয়েছে মর্গে। সাদা কাপড়ে ঢাকা দেহ। মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে ইন্টারভিউয়ের জন্য সেই মর্গে ডেকে আনা হয় কয়েকজনকে। এরপর নিজেদের মধ্যেই তখন কথাবার্তায় ব্যস্ত সবাই। এমন সময় হঠাৎ করে উঠে বসল মৃতদেহটা!

তবে আসল ব্যাপারটা কিন্তু শুধু এইটুকুই নয়। আসল ঘটনাটা হচ্ছে, এটা একটা ‘জম্বি প্র্যাঙ্ক’। জীবিত একটা মানুষকে ‘মরা মানুষ’ সাজিয়ে মর্গের বেডে শুইয়ে রাখা হয়। তারপর সবাই যখন কথায় ব্যস্ত বা অন্যমনস্ক, তখন সঠিক সময়ে আচমকাই উঠে বসে সেই ‘মরা মানুষ’টি। আর তাতেই ভয় পেয়ে উপস্থিত সবাই মর্গ ছেড়ে পালিয়ে যান।

দেখুন সেই ভিডিওটি

যে কোনো সংবাদ জানতে আমাদের ফেসবুক পেজ 'লাইক' করতে পারেন (এই লাইনের নিচে দেখুন)...Editor: AHM Anwarul Karim

NEWSWORLDBD.COM
email: [email protected]
Phone: +8801787506342

©Titir Media Ltd.
43/B/1, East Hazipara, Rampura
Dhaka-1219, Bangladesh.