শনিবার ১৬ ফেব্রুয়ারী ২০১৯
বিশেষ নিউজ

ঈদের পরদিন সড়কে ঝরল ১৩ প্রাণ


NEWSWORLDBD.COM - September 14, 2016

major-fatal-road-traffic-accidents-in-bangladesh-16-638ঈদের পরদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় শিশুসহ অন্তত ১৩ জনের মৃত‌্যু হয়েছে।

তাদের মধ‌্যে দিনাজপুরে বাস উল্টে নারী-শিশুসহ চারজন ও ঠাকুরগাঁওয়ে পিকআপ ভ্যান ও মিনিবাসের সংঘর্ষে তিনজন মারা যায়। রাজধানী ঢাকায় প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ যায় এক বৃদ্ধ দম্পতির।

এছাড়া চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই জন, ঝালকাঠিতে এক কিশোর ও সিরাজগঞ্জে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে।

দিনাজপুর

বুধবার বেলা ২টার দিকে সদর উপজেলার উত্তর গোসাইপুর এলাকায় দিনাজপুর-রংপুর মহাসড়কে বাস উল্টে হতাহতের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক আনোয়ার হোসেন বলেন, দিনাজপুর থেকে রংপুরমুখী বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে তা সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম জানান, ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে নেওয়ার পর চার বছরের এক শিশু ও এক নারীর মৃত্যু হয়।

নিহতদের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি তিনি।

দুর্ঘটনায় আহত ৪৫ জনের মধ্যে ৩৩ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান ওসি রেদওয়ানুর।

ঠাকুরগাঁও

বেলা ১২টার দিকে সদর উপজেলার দৌলতপুর এলাকার সোনালী ফিলিং স্টেশনের সামনে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে পিকআপ ভ্যান ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হন বলে সদর থানার এসআই আবু হানিফ জানান।

নিহতরা হলেন- দিনাজপুরের বীরগঞ্জের কালা মিয়ার ছেলে রমজান আলী (৬০), তার ভায়রা আব্দুল গফ্ফার (৬০) ও ভাগ্নি রোজিনা আক্তার (২২)।

প্রত্যক্ষদর্শীদে বরাত দিয়ে এসআই হানিফ বলেন, “ঘটনাস্থলেই রমজান আলী ও গফ্ফারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান রোজিনা।”

রোজিনার স্বামী মো. জনি জানিয়েছেন, তারা একটি বিয়ের দাওয়াতে পিকআপ ভ্যানে করে বীরগঞ্জ থেকে পঞ্চগড় যাচ্ছিলেন।

ঢাকা

বুধবার ভোরে শেওড়াপাড়া বাসস্ট্যান্ডের পাশে হাজি আশ্রাফ আলী মার্কেটের সামনে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ হারান এক দম্পতি।

নিহতরা হলেন- আতাউর রহমান (৭০) ও তার স্ত্রী রওশন আরা (৬০)।

কাফরুল থানার ওসি শিকদার শামীম হোসেন জানান, ভোরবেলা আতাউর রহমান ও তার স্ত্রী মোহাম্মদপুর যাওয়ার জন‌্য শেওড়াপাড়া বাসস্ট্যান্ডের হাজি আশ্রাফ আলী মার্কেটের সামনে দাঁড়িয়েছিলেন।

“এ সময় দ্রুতগতির একটি প্রাইভেট কারের ধাক্কায় ঘটনাস্থলেই ওই দম্পতির মৃত্যু হয়।”

ঘটনাস্থল থেকে গাড়িটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

চট্টগ্রাম

সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের মদনহাট এলাকায় মিনিবাস ও ট্রাকের সংঘর্ষে নিহত হন পলিমা গাঢ় (৩০) ও সমলাল চন্দ্র পাল (৪০)।

হাইওয়ে পুলিশের বার আউলিয়া ফাঁড়ির কর্মকর্তা সালেহ আহমদ পাঠান জানান, পণ্যবোঝাই ট্রাকের ধাক্কায় চট্টগ্রাম শহরমুখী ৭ নম্বর রুটের মিনিবাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

“এতে বাসের পেছনের আসনে থাকা পলিমা ও ট্রাকে থাকা সমলাল ঘটনাস্থলেই নিহত হন।”

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়মনগড়া গ্রামের পলিমা স্বামীর সঙ্গে সীতাকুণ্ডের কুমিরায় থাকতেন। সমলাল পটুয়াখালীর বাউফল উপজেলার বাসিন্দা।

ঝালকাঠি

নলছিটি উপজেলার ঢাপড় এলাকায় ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক সড়কে বাসের ধাক্কায় মেহেদি হাসান (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে তার মা-বাবা ও বোনসহ চারজন।

নলছিটি থানার পরিদর্শক একেএম সুলতান মাহামুদ জানান, পরিবারের চার সদস্যকে নিয়ে ভ্যানচালক জামাল হোসেন ঝালকাঠি শহরে যাচ্ছিলেন। পথে জেআর পরিবহনের একটি বাস পেছন থেকে ভ্যানে ধাক্কা দিলে ছিটকে পড়ে মারা যায় মেহেদি।

আহতদের মধ্যে মেহেদির মা মনুজা বেগমকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিরাজগঞ্জ

ভোরে সিরাজগঞ্জ-নগরবাড়ি মহাসড়কে উল্লাপাড়া উপজেলার সড়ক ও জনপথ অফিসের সামনে মারা যান পুলিশ কনস্টেবল নিহত আবু মুসা (৩৫)।

উল্লাপাড়া থানার ওসি দেওয়ান কৌশিক আহম্মেদ জানান, মুসা ঈদের ছুটি শেষে গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে করে সিরাজগঞ্জে কর্মস্থলে ফিরছিলেন।

“পথে বিপরীতমুখী একটি গাড়ি তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”

পাবনার সাঁথিয়ার আফরা গ্রামের আকুল হোসেন প্রামাণিকের ছেলে মুসা সদর থানায় পুলিশের পিকআপভ্যান চালাতেন।

দুপুরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে সদর থানার পরিদর্শক (তদন্ত) বাসুদেব সিনহা জানান।

যে কোনো সংবাদ জানতে আমাদের ফেসবুক পেজ 'লাইক' করতে পারেন (এই লাইনের নিচে দেখুন)...


-

Editor & Publisher: Anwarul Karim Raju

NEWSWORLDBD.COM
email: [email protected]
Phone: +8801787506342

©Titir Media Ltd.
News & Editorial: 39 Mymensingh Lane, Banglamotor
Dhaka-1205, Bangladesh.