English
মঙ্গলবার ২৫ এপ্রিল ২০১৭
  • প্রচ্ছদ » » বাংলাদেশে এখন কোপানো কালচার: তসলিমা নাসরিন
বিশেষ নিউজ

বাংলাদেশে এখন কোপানো কালচার: তসলিমা নাসরিন


নিউজওয়ার্ল্ডবিডি.কম - ০৪.১০.২০১৬

বাংলাদেশে এখন কোপানো কালচারবাংলাদেশের কালচার ছিল বাঙালি কালচার। বাঙালি কালচার বলতে বুঝতাম নাচ গান চিত্রকলার কালচার, দই মিষ্টি পিঠেপুলি আর মাছ ভাতের কালচার, নকশি কাঁথার কালচার। এখন কালচার বদলে গেছে।

বাংলাদেশের বর্তমান কালচারের নাম ‘কোপানো কালচার’। ওদেশে মানুষ মানুষকে কুপিয়ে মারে। মতে মিলছে না। কোপ। কথা শুনছে না। কোপ। প্রেমে রাজি হচ্ছে না। কোপ।

একটি ছেলে একটি মেয়ের প্রেমে পড়েছে। মেয়েটি প্রেমে সাড়া দেয়নি। সে কারণে দিনে দুপুরে প্রকাশ্য রাস্তায় পথচারীদের চোখের সামনে ছেলেটি কোপাচ্ছে মেয়েটিকে…

বাংলাদেশ থেকে নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন তার ফেসবুক পেইজে এসব মন্তব্য করেছেন।

 

যে কোনো সংবাদ জানতে আমাদের ফেসবুক পেজ 'লাইক' করতে পারেন (এই লাইনের নিচে দেখুন)...Editor: AHM Anwarul Karim

NEWSWORLDBD.COM
email: [email protected]
Phone: +8801787506342

©Titir Media Ltd.
43/B/1, East Hazipara, Rampura
Dhaka-1219, Bangladesh.