এক সপ্তাহ হয়েছে মুক্তি পাওয়া ‘ওয়াজহ তুম হো’ ছবির ট্রেলর। আর ট্রেলরটি মুক্তি পেতেই ঝড় উঠেছে ইউটিউবে। ইতিমধ্যেই ট্রেলরটির ভিউয়ার এর সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি ৩৭ লাখের বেশি মানুষ।
বিশাল পান্ডিয়া নির্দেশিত ক্রাইম থ্রিলার ‘ওয়াজহ তুম হো’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সানা খান, গুরমিত চৌধুরী, শরমন যোশী ও রজনীশ দুগ্গল। ছবির ট্রেলরে গুরমিত চৌধুরীর সঙ্গে সানা খানের যৌনতায় ঠাসা আবেদন মুখের রা কেড়ে নিয়েছেন দর্শকদের।
ট্রেলরের পরতে পরতে শুধুই যৌন আবেদন। এমনকি একটি দৃশ্যে কার্যত ‘সেক্স’ করার ইঙ্গিতও রয়েছে। এ ছাড়াও ছবির ‘হট কোশেন্ট’ বাড়াতে রয়েছেন জারিন খান ও শার্লিন চোপড়া।
যে কোনো সংবাদ জানতে আমাদের ফেসবুক পেজ 'লাইক' করতে পারেন (এই লাইনের নিচে দেখুন)...