কাউনিয়ার পাবনা মেডিকেল কলেজের নিখোঁজ ছাত্র জাকির হোসেন বিপ্লব রোববার ভোরে তার বড় ভাইয়ের সাথে বাড়িতে ফিরেছেন। এতে করে পরিবারের মধ্যে স্বস্তি ফিরেছে।
পরিবারের বরাদ দিয়ে কাউনিয়া থানা ওসি আব্দুল কাদের জিলানী জানান, তুচ্ছ বিষয় নিয়ে পরিবারের সঙ্গে তার মনোমালিন্য তৈরি হয়। এ কারণে তিনি অভিমান করে রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাসিন্দা দুঃসম্পর্কের এক ফুফাতো বোনের বাড়িতে গিয়ে উঠেন। পাশাপাশি তার মোবাইল বন্ধ করে রাখেন।
পরে ওই ফুফাতো বোন বিপ্লবের বড় ভাই জাহাঙ্গীরকে জানান যে, বিপ্লব তার বাসায় আছে। শনিবার রাতে জাহাঙ্গীর ঢাকায় যান। রোববার সকালে বিপ্লবকে নিয়ে বাড়ি ফেরেন। তাকে পেয়ে তার মা-বাবাসহ পরিবারের লোকজন আনন্দে আত্মহারা হয়ে পড়েন।
যে কোনো সংবাদ জানতে আমাদের ফেসবুক পেজ 'লাইক' করতে পারেন (এই লাইনের নিচে দেখুন)...