English
মঙ্গলবার ২৫ এপ্রিল ২০১৭
বিশেষ নিউজ

রাশিয়ার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সুইডেন


নিউজওয়ার্ল্ডবিডি.কম - ১৫.১২.২০১৬

রাশিয়ার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সুইডেনস্থানীয় কর্তৃপক্ষকে সম্ভাব্য ‘যুদ্ধের জন্য প্রস্তুতি’ নেওয়ার নির্দেশ দিয়েছে সুইডেন। রাশিয়ার আগ্রাসন নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নিল দেশটি।

ব্রিটেনের প্রভাবশালী গণমাধ্যম দি ইনডিপেনডেন্টের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

স্ক্যান্ডিনেভিয়ান এই দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সিভিল কনটিনজেনসিস এজেন্সি (এমএসবি) সব পৌর কর্তৃপক্ষের নিরাপত্তা প্রধানদের কাছে চিঠি পাঠিয়েছে। চিঠিতে তাঁদের যেকোনো ধরনের সংকটময় পরিস্থিতি মোকাবিলায় যথাযথভাবে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

এই পদক্ষেপকে কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধে সুইডেনের ফিরে আসা বলে মনে করা হচ্ছে।

সুইডেনের সভেনস্কা ডাগব্লাডেট পত্রিকার বরাত দিয়ে দি ইনিডপেনডেন্টের ওই প্রতিবেদনে বলা হয়েছে, চিঠিতে ‘অভিযানের গতি, সিদ্ধান্ত গ্রহণ, তথ্য আদান-প্রদান, সংকটে যোগাযোগ, নমনীয়তা, দৃঢ়তা এবং গোপন তথ্য ব্যবস্থাপনার’ ওপর জোর দেওয়া হয়েছে।

২০১৫ সালের ডিসেম্বর মাসে নিজেদের সামগ্রিক প্রতিরক্ষা কৌশল ঘোষণা করে সুইডেন। এমএসবি কর্তৃপক্ষ দেশটির জননিরাপত্তা, নাগরিকদের সুরক্ষা, জরুরি ব্যবস্থাপনা এবং বেসামরিক প্রতিরক্ষা নিয়ে কাজ করে। এই সংস্থাটি বলছে, যুদ্ধের প্রস্তুতি নেওয়া মানেই এই না যে সুইডেন যুদ্ধে নেমে গেছে।

এমএসবির একজন মুখপাত্র জানিয়েছেন, হুমকি বাড়তে থাকার কারণে পৌর কর্তৃপক্ষের কাছে এই চিঠি পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘নতুন বিষয়টা হলো আমাদের অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। সেকারণেই যুদ্ধ ও সংঘাতের বিষয়ে প্রস্তুতি নিতে হচ্ছে আমোদের। আমরা স্থানীয় কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি যেন তাঁরা পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল থাকেন এবং সংকটের মুহূর্তে কী ধরনের আচরণ করতে হবে সে সম্পর্কে আগে থেকেই প্রস্তুত থাকেন।’

সুইডেনের এই কৌশল নতুন নয় বলেও উল্লেখ করেন এই মুখপাত্র। তিনি জানান, স্নায়ুযুদ্ধের সময়ও এভাবে বেসামরিক প্রতিরক্ষা জোরদার করা হয়েছিল।

২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে সুইডেনের প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি করতে গত বছর অতিরিক্ত ৫৩ কোটি ৩০ লাখ পাউন্ড বরাদ্দ দেওয়া হয়।

যে কোনো সংবাদ জানতে আমাদের ফেসবুক পেজ 'লাইক' করতে পারেন (এই লাইনের নিচে দেখুন)...Editor: AHM Anwarul Karim

NEWSWORLDBD.COM
email: [email protected]
Phone: +8801787506342

©Titir Media Ltd.
43/B/1, East Hazipara, Rampura
Dhaka-1219, Bangladesh.