English
শুক্রবার ২৮ এপ্রিল ২০১৭
  • প্রচ্ছদ » top1 » দেহব্যবসা করতে গিয়ে ধরা পড়লেন উপস্থাপিকা
বিশেষ নিউজ

দেহব্যবসা করতে গিয়ে ধরা পড়লেন উপস্থাপিকা


নিউজওয়ার্ল্ডবিডি.কম - ১৬.১২.২০১৬

টিভি শোর আড়ালে চলছে রমরমা দেহব্যবসা। এই অভিযোগে এক নারী টিভি উপস্থাপিকাকে পুরুষ সঙ্গীসহ আটক করে পুলিশ।

ভারতের হায়দরাবাদে ওই উপস্থাপিকা ব্যাপক জনপ্রিয় হওয়ায় পুলিশ তার নাম প্রকাশ করেনি। পুলিশ তাকে ছেড়ে দিলেও তার সঙ্গীদের বিরুদ্ধে দেহব্যবসার মামলা করেছে।

জানা গেছে, পুলিশের কাছে বেশ আগেই ওই নারীর বিরুদ্ধে দেহব্যবসার অভিযোগ ছিল। অভিযোগ অনুযায়ী পুলিশ তার ওপর নজর রাখতে শুরু করে।
পরে হায়দরাবাদের লাগোয়া শহরতলির এক গেস্ট হাউজ থেকে সেই একাধিক পুরুষ সঙ্গীর সঙ্গে ওই নারী উপস্থাপিকাকে আটক করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, উপস্থাপিকা খুব সুন্দরী। এতে ফেসবুকে তার ফলোয়ার সংখ্যা অনেক। এই টিভি শোর মাধ্যমেই তার শিকারদের রূপের ডালিতে মাত করতেন ওই নারী। এর পরে মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন পুরুষের সঙ্গে তার যোগাযোগ হত। ঘনিষ্ঠ সম্পর্কের অভিলাষী পুরুষদের সঙ্গে বিভিন্ন হোটেল এবং গেস্ট হাউসে মোলাকাত করতেন ওই নারী উপস্থাপিকা। পরে হায়দরাবাদে পুলিশের হাতে ধরা পড়ে যান তিনি।

তবে অনেক কাকুতি-মিনতি করার কারণে তাকে ছেড়ে দিয়েছে পুলিশ। দ্রুত টাকা কামাতে গিয়ে দেহব্যবসায় নেমেছিলেন বলে স্বীকার করেছেন ওই নারী।

যে কোনো সংবাদ জানতে আমাদের ফেসবুক পেজ 'লাইক' করতে পারেন (এই লাইনের নিচে দেখুন)...Editor: AHM Anwarul Karim

NEWSWORLDBD.COM
email: [email protected]
Phone: +8801787506342

©Titir Media Ltd.
43/B/1, East Hazipara, Rampura
Dhaka-1219, Bangladesh.