English
শুক্রবার ২১ এপ্রিল ২০১৭
বিশেষ নিউজ

তাবিজ কোথায় ফেলতে হবে?


নিউজওয়ার্ল্ডবিডি.কম - ২৩.১২.২০১৬

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

বিশেষ আপনার জিজ্ঞাসার ৪৮৬তম পর্বে বাসায় রাখা তাবিজ কোথায় ফেলতে হবে, সে সম্পর্কে মিরপুর থেকে টেলিফোনে জানতে চেয়েছেন মুমতাহা। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।

প্রশ্ন : আমার বাসায় অনেকগুলো তাবিজ আছে। সেগুলো কোথায় ফেলব?
উত্তর : তাবিজগুলো খুলে আপনি পানিতে ফেলে দিতে পারেন অথবা আগুনে পুড়িয়ে ফেলতে পারেন। দুটিই জায়েজ। তাবিজগুলো খুলে ফেলতে হবে, যেহেতু তাবিজ রাখা বা তাবিজ ঝোলানোর ব্যাপারে রাসূল (সা.) স্পষ্ট করে শিরক বলেছেন।

সুতরাং যাঁরা এই শিরকি কাজের মধ্যে লিপ্ত আছেন, তাঁদের যত দ্রুত সম্ভব তাবিজ থেকে নিজেকে মুক্ত করে নিতে হবে। শিরক থেকে মুক্ত হতে হবে এবং এগুলো খুলে যথাসম্ভব ধ্বংস করে দিতে হবে। নষ্ট করে ফেলতে হবে।

তাবিজ থেকে কাগজটা খুলে পানিতে আগুনে পুড়িয়ে ফেলতে হবে। মাটিতেও পুঁতে ফেলতে পারেন। তাহলেও মাটি এগুলো খেয়ে ফেলবে।

যে কোনো সংবাদ জানতে আমাদের ফেসবুক পেজ 'লাইক' করতে পারেন (এই লাইনের নিচে দেখুন)...Editor: AHM Anwarul Karim

NEWSWORLDBD.COM
email: [email protected]
Phone: +8801787506342

©Titir Media Ltd.
43/B/1, East Hazipara, Rampura
Dhaka-1219, Bangladesh.