দলে নেতৃত্ব প্রতিষ্ঠায় পকেট রাজনীতি বন্ধ না হলে দেশে কর্তৃত্ববাদীশাসন দীর্ঘায়িত হবে বলে মন্তব্য বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
শুক্রবার সকালে নয়া পল্টনে মওলানা ভাসানী ভবনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
‘রক্ত ঝর মতিহার, ২২ ডিসেম্বর ১৯৮৪ স্মরণে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রুহুল কবির রিজভী’ শীষর্ক এ সভার আয়োজন করে রাজশাহী ইউনিভাসির্টি ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (রুনেসা)।
নোমান বলেন, যে পরিসরে যারা আছি, সেই পরিসরে নেতৃত্ব প্রতিষ্ঠায় যাতে নেতা যোগ্য হয়, নেতা তার অতীত কর্মকাণ্ডে প্রমাণ করে যে তিনি রাজনীতির কারণেই নেতা হয়েছেন।
তিনি বলেন, যদি নেতাদের মাধ্যমে নেতৃত্বে আসার সুযোগ পায়, তাহলে সে কর্মের মধ্যে আর না থেকে পকেটের মধ্যে থাকবে। সেই পকেট রাজনীতি আমাদের বাদ দিতে হবে।
তিনি আরও বলেন,আমরা লক্ষ্য করছি যে, আমরা দলেও সেভাবে মূল্যায়িত হচ্ছি না অথবা মূল্যায়ন করছি না।
তিনি বলেন, স্বৈরাচারী শাসক শেখ হাসিনা আমাদের কাঁধের ওপর বসে আছে। এক পা দিয়ে আছে এখন, আরো ভালোভাবে দুই পা দিয়ে চুল ধরে আমাদের তার মতো করে সে ব্যবহার করবে।
নোমান বলেন,একটা কথা আছে-কলমে কালি যতক্ষণ না পাবে, ততক্ষণ লেখা যাবে না, কালি ছাড়া লেখা যায় না। কাজেই নেতৃত্বের অগ্রবাহিনীর দুরদর্শিতা, অগ্রবাহিনীর যথাযথ কৌশল যদি নির্ণয় করা না থাকে, আমাদের আন্দোলন সফল হবে না। সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।
তিনি বলেন, এই সরকার কর্তৃত্ববাদী, আসুন তাদের ভোটে হোক, আন্দোলনে হোক, পরাজিত করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করি। গণতন্ত্র প্রতিষ্ঠা হলে আন্দোলনের যথাযর্থতা আসবে ও সফল হবে।
তিনি আরও বলেন,গণতন্ত্রের জন্য আমাদের সংগ্রাম করতে হবে, আন্দোলন করতে হবে। এর কোনো বিকল্প নেই।
সংগঠনের সভাপতি অধ্যক্ষ বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোকাম্মেল কবীরের পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, সদস্য রমেশ দত্ত, আমিনুল ইসলাম, রাবির সাবেক ছাত্রদল নেতা অ্যাডভোকেট নুরুজ্জামান তপন, রবিউল আলম বুলেট, নিশতাক আহমেদ রাখী, মাহাবুবুল আলম ফরহাদ, মতিয়ার রহমান মতি, রোজিনা আক্তার ডলি প্রমুখ।