ভারত থেকে প্রশিক্ষিত কুকুর কিনল বাংলাদেশ। প্রশিক্ষণপ্রাপ্ত ১৮টি কুকুর সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ব্যবহার করবে।
ভারতের মধ্য প্রদেশের ট্যাকেরপুর বিএসএফ ট্রেনিং সেন্টার থেকে বিজিবির সহকারী পরিচালক শাহাদৎ হোসেন কুকুরগুলো শনিবার নিয়ে আসেন। সেখানে কুকুরগুলোর ৬ মাসের ডগ স্কোয়াড প্রশিক্ষণ সম্পন্ন হয়।
২০ সদস্যের বিজিবি প্রতিনিধি দল ও সহকারী পরিচালক যান কুকুরগুলো আনতে।
ট্যাকেরপুর বিএসএফ ট্রেনিং সেন্টারে বিজিবির ওই সদস্যদের পাশাপাশি ১৮টি কুকুরকেও আধুনিক প্রশিক্ষণে প্রশিক্ষিত করা হয়। ভারতীয় ৩২ হাজার রুপিতে একেকটি কুকুর কেনা হয়েছে।
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, আধুনিক প্রশিক্ষণপ্রাপ্ত এসব কুকুর দিয়ে সীমান্তে অপারেশনাল কাজে লাগানো হবে। অর্থাৎ এদের অস্ত্র, মাদক ও চোরাচালান পণ্য জব্দ করার কাজে নিয়োজিত করা হবে। সীমান্তবর্তী বিভিন্ন স্থানে ও যানবাহনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা মাদক ও অস্ত্র উদ্ধারে এসব কুকুর খুবই পারদর্শী। অচিরেই এসব কুকুর সীমান্তবর্তী অঞ্চলে নিয়োজিত করা হবে।