English
রবিবার ৩০ এপ্রিল ২০১৭
বিশেষ নিউজ

জীবনে প্রথম বাপ-দাদার ভিটায় গেলেন সুবর্ণা মুস্তাফা


নিউজওয়ার্ল্ডবিডি.কম - ০৯.০১.২০১৭

বরিশালের দপদপিয়া এলাকায় প্রখ্যাত অভিনেতা গোলাম মুস্তাফার বাড়ি। কিন্তু কখনো দাদা ও বাবার জন্মভিটায় যাওয়া হয়নি অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার। সম্প্রতি বরিশালে শুটিং করতে গিয়ে তিনি ঘুরতে যান বাপ-দাদার ভিটায়।

দপদপিয়া ও আশপাশের এলাকায় পরিচালক বদরুল আনাম সৌদ ‘গহীন বালুচর’ চলচ্চিত্রের শুটিং করছেন।  এতে অভিনয় করছেন সুবর্ণা মুস্তাফাও।

শুটিংয়ের ফাঁকে বাবার আদি ভিটার চারপাশ তিনি ঘুরে দেখেন এবং ছবিও তোলেন। ফেসবুকে কিছু ছবি আপলোড করে সুবর্ণা মুস্তাফা লিখেছেন, ‘আমার বাবার জন্মস্থান দপদপিয়ায় প্রথমবারের মতো ঘুরছি।’

ছবিতে দেখা যায়, সুবর্ণা মুস্তাফা সাদা শাড়ি পরে আছেন। এ প্রসঙ্গে সুবর্ণা মুস্তাফার স্বামী বদরুল আনাম সৌদ বলেন, ‘শুটিংয়ের কস্টিউমেই সুবর্ণা মুস্তাফা ছবিগুলো তুলেছেন। তবে ওই বাড়িতে আমরা শুটিং করছি না। একই এলাকার বিভিন্ন মনোরম লোকেশনে আমরা শুটিং করছি। ভালো হচ্ছে শুটিং। এখানে আমরা আরো বেশ কিছুদিন শুটিং করব।’

‘গহীন বালুচর’ বদরুল আনাম সৌদের প্রথম চলচ্চিত্র। ছবির কাহিনী ও সংলাপ তাঁরই লেখা।  ছবিটি গত বছর সরকারি অনুদান পায়। এরপরই চলচ্চিত্রের শুটিংয়ের প্রস্তুতি নিতে শুরু করেন সৌদ। গত বছরের ডিসেম্বরে রাজধানীর এক রেস্তোরাঁয় ছবির মহরত হয়।

ছবিতে সুবর্ণা মুস্তাফা ছাড়াও অভিনয় করছেন রাইসুল ইসলাম আসাদ, রুনা খান, ফজলুর রহমান বাবু, তানভীর, মুন, নীলা প্রমুখ।

যে কোনো সংবাদ জানতে আমাদের ফেসবুক পেজ 'লাইক' করতে পারেন (এই লাইনের নিচে দেখুন)...Editor: AHM Anwarul Karim

NEWSWORLDBD.COM
email: [email protected]
Phone: +8801787506342

©Titir Media Ltd.
43/B/1, East Hazipara, Rampura
Dhaka-1219, Bangladesh.