যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছেন হিলারি ক্লিনটন।
শুক্রবার স্থানীয় সময় ৮টা ৫০ মিনিটে স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে নিয়ে তিনি ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে পৌঁছান।
দুপুর ১২টার দিকে এখানেই দেশটির প্রধান বিচারপতির কাছে ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প।
ডেমোক্রেট প্রার্থী হিসেবে হিলারি নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ছিলেন। অভিষেক অনুষ্ঠানে এই ক্লিনটন দম্পতি ছাড়াও উপস্থিত হয়েছেন, সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার, জর্জ ডব্লিউ বুশসহ বিশিষ্ট ব্যক্তিরা।
তবে হাসপাতালে থাকায় সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচডব্লিউ বুশ অনুষ্ঠানে থাকতে পারবেন না। ট্রাম্পকে চিঠি পাঠিয়ে এজন্য দুঃখ প্রকাশের পাশাপাশি তিনি নতুন প্রেসিডেন্টের সাফল্য কামনা করেছেন।
জনপ্রিয় ভোটে এগিয়ে থাকলেও নির্বাচনে ইলেক্টরাল ভোটে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যান হিলারি ক্লিনটন।