বিনোদন প্রতিবেদক: সালমান শাহর মৃত্যু রহস্য ২১ বছর পর আবার আলোচনায়। এ ঘটনায় দায়ের করা মামলার সাত নম্বর আসামি রুবি সম্প্রতি এক ভিডিও বার্তায় দাবি করেন, সালমান হত্যার সঙ্গে তার স্ত্রী সামিরা সরাসরি জড়িত। এর পর গত বুধবার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
অনেকে দাবি করেন, এটি খল অভিনেতা ডনের সঙ্গে সামিরার ছবি। এ নিয়ে সামিরা বা ডনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যাচ্ছিল না। অবশেষে সামিরা জানালেন ছবিটি তার নয়।
সামিরা বলেন, “এটা ‘আশা ভালোবাসা’ নামে একটা সিনেমার শুটিং চলাকালীন তোলা। ডনের সঙ্গে যে মেয়েটিকে ওই ছবিতে দেখা যাচ্ছে ওটা আমি নই, ওটা নায়িকা সাবরিনার সঙ্গে ডনের ছবি। ওই ছবিটা সালমান ভ্যান্টিলেটরের ফাঁক দিয়ে তুলে ডনের সঙ্গে শয়তানি করে। এরপর ডন ওই ছবি নেয়ার জন্য সালমানের পেছনে তিনদিন ঘুরেছিল। আর পাশে ডনের সঙ্গে আমার যে ছবিটা দেখা যাচ্ছে সেটা আমার আর ইমনের (সালমান) হোটেল রুমে বসে তোলা। ছবিটা ইমন নিজে তুলেছে।”
সালমান ভক্তদের উদ্দেশে সামিরা বলেন, “দেখুন সালমান শাহর সম্পর্কে আপনাদের ইমোশন আমি বুঝি, শ্রদ্ধা করি। ইমন আমাকে ভালোবাসতো, আমিও ইমনকে ভালবাসতাম। তাই সবকিছু নিশ্চিত না হয়ে আমাকে অপবাদ দেবেন না প্লিজ।”
প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু নাকি হত্যা সে ঘটনা নিয়ে আমেরিকা থেকে প্রবাসী রাবেয়া সুলতানা রুবি ফেসবুকে এক ভিডিও বার্তা প্রকাশ করে আলোচনার ঝড় তুলেছেন। এ ঘটনায় ফের নতুন করে তার রহস্যজনক মৃত্যু নিয়ে সরগরম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া।
সালমান শাহ’র সবচেয়ে কাছের মানুষ ও সবসময়ের সঙ্গী হিসেবে পরিচিত খল-অভিনেতা ডন এক ইউটিউব ভিডিওতে বলেছেন, আমি ফেসবুক লাইভে অনবরত নানা তথ্য দেওয়া বৃদ্ধা মহিলাকে চিনি না।
সালমান প্রসঙ্গে কথা বলেছেন তার সমসাময়িক প্রতিদ্বন্দ্বী সুপারস্টার ওমর সানী ওমর সানী বলেছেন, আমি নির্দ্বিধায় বলছি, সালমান শাহ’র জনপ্রিয়তার কাছে আমি হেরে গেছি। বারবার মনে পড়ে আমার ওর মুখটি। তবে সালমান শাহ’র জীবনে যদি কোনো ভুল থাকে তা ছিল ওর সামিরাকে বিয়ে করা। এটা আমার ব্যক্তিগত মত।