আরশ খানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে তানিয়া বৃষ্টির প্রতিক্রিয়া কী ছিল?
- আপডেট সময় : ০৬:০৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪ ১৩ বার পড়া হয়েছে
বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত অভিনয়শিল্পী তানিয়া বৃষ্টি, যাকে বিভিন্ন চরিত্রে পর্দায় দেখতে পাওয়া যায়। তার অসাধারণ অভিনয়ে দর্শকরাও মুগ্ধ। তবে পর্দার বাইরেও তার সম্পর্কে দীর্ঘদিন ধরে আরশ খানকে নিয়ে প্রেমের গুঞ্জন চলছিল।
মাঝে কিছুদিন গুঞ্জন থেকে দূরে থাকলেও, পরে তানিয়া বৃষ্টির বিয়ের বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। প্রেমের গুঞ্জন সাময়িকভাবে থেমে থাকলেও, বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য মাধ্যমে তানিয়া এবং সহশিল্পী আরশ খানকে নিয়ে নানা ধরনের চর্চা এবং সমালোচনা শুরু হয়ে যায়।
তবে এ ব্যাপারে কখনো সরাসরি কথা বলতে দেখা যায়নি অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে। এবার মুখ খুললেন অভিনেত্রী।
শনিবার (৩১ আগস্ট) দেশের একটি গণমাধ্যমে তিনি বলেন, ‘অনেকে অনেক কিছুই লিখে থাকে। তবে আমাদের মধ্যে প্রেম বা সম্পর্ক কিছু নেই।
তিনি আরও বলেন, “দুজনের বাসাও কাছাকাছি ছিল এবং সেই সময়ে আমাদের অনেক কাজ ছিল।
তবে এখন আর আগের মতো একসঙ্গে কাজ করছি না, সেই বন্ধুত্ব আর নেই।