দুষ্টু মিষ্টি ভালোবাসা (পার্ট 2)

  • আপডেট সময় : ০৯:০১:১১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪ ৫৯৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্ত্রীঃ এই যে! আপনি কিন্তু আমাকে আমার অনুমতি ছাড়া টাচ করবেন না!😒😒

আকাশ: মানে! কি বুঝলাম না!😵😳

স্ত্রীঃ বুঝতে হবে না! আপনি আমাকে টাচ করবেন না! করলে কিন্তু আমি কান্না করবো!😭😭

আকাশ: ওকে, তাও কান্না করতে হবে না! ন্যাকা! এখন আপনি একটু সরে বসেন আমি ঘুমাবো!এভাবে বিছানার মাঝখানে বসে থাকলে আমি ঘুমাবো কি ভাবে!😐😐

স্ত্রীঃ শোনেন আমি আপনার ৫ বছরের ছোট!
তাই আমাকে আপনি বলবেন না! আমাকে তুমি করে বলবেন আর আমি আপনাকে আপনি করে বলবো!😒😒!

আকাশ: কেনো এমনটা হবে! হয় দুজনে তুমি বলবো না হয় আপনি!😏😏

স্ত্রীঃ দেখুন কথা না শুনলে কিন্তু কান্না করবো এমনি আম্মু আব্বুর জন্য খারাপ লাগছে!😕😕

আকাশ: কি আজব! কথায় কথায় কাদতে হবে নাকি!😒😒

স্ত্রীঃ না! আগে বলেন রাজি কিনা!😏😏😎

আকাশ : ওকে রাজি তুমি ঘুমাবে না!😶😶

স্ত্রীঃ শোনেন আজ রাতে আমি আপনি কেউ ঘুমাবো না!😌😌

আকাশ : কেনো!😒😒

স্ত্রীঃ আমি না সারা জীবন কোন প্রেম করিনি!
সব সময় ভেবেছি যাকে বিয়ে করবো তার সাথেই প্রেম করবো!
আর যত দিন পর্যন্ত তাকে ভালবাসতে পারবো না ততদিন তাকে টাচ করতে দিব না!😊

আকাশ : ওহহ আচ্ছা!
এর সাথে না ঘুমানোর কি কারণ বুঝলাম না!😟😟

স্ত্রীঃ আপনি আজ ঘুমাবেন না!
আজ সারা রাত আপনার সাথে গল্প করবো!😑😑

আকাশ: কি গল্প!😦😦

স্ত্রীঃ আমার বরকে নিয়ে আমি যত স্বপ্ন দেখছি…সেই গল্প!😇😇

আকাশ : এ আমি না আজ খুব ক্লান্ত!
কাল গল্প করি!😪😪

স্ত্রীঃ না…আজকেই!
আপনি ঘুমালে কিন্তু আপনার গায়ে পানি ঢেলে দিবো!😬😬
()

আকাশ :কয় কি! (এই শীতের রাতে)
না থাক তার চেয়ে বরং গল্প করি!
বলো কি বলবে!😳😳

স্ত্রীঃ আপনি তো আচ্ছা বরিং মানুষ!
কথা বলতেও পারেন না ঠিক ভাবে!
আমার নাম জিজ্ঞেস করেন!😏😏

আকাশ : ওহহ আচ্ছা তোমার নামতো বৃষ্টি , তাই না!😃😃

স্ত্রীঃ আরে দুর এভাবে কি কেউ জিজ্ঞেস করে!😤😤

আকাশ : তাহলে কি ভাবে জিজ্ঞেস করে!😯😯

স্ত্রীঃ বলবেন…তোমার নাম কি!😐😐

আকাশ : কিন্তু আমি তো তোমার নাম জানি!😳😳

স্ত্রীঃ উফ…আপনাকে কিন্তু যা বলতে বলছি তাই বলেন!😑😑

আকাশ : ওকে….তোমার নাম কি!😇

স্ত্রী–আমি মুক্তি!😑

আকাশ:–কিসে পড়ো!😶

স্ত্রী–অনার্স প্রথম বর্ষ!😐

আকাশ:–আর কি!😦

স্ত্রী– দূর ছাই কি বরিং মানুষ আপনি!😥😥

আকাশ:–আবার কি করলাম!😐😐

স্ত্রী–ওকে আপনার প্রশ্ন করতে হবে না!আমি নিজে থেকেই বলছি!
যানেন আমার সব ফ্রেন্ড রা রিলেশন করতো!
কিন্তু আমি করতাম না!😢😢

আকাশ:–কেনো!😯

স্ত্রী–কারণ আমি আমার বরের দুষ্ট মিষ্টি বউ হতে চাইছি সব সময়!😁😁

আকাশ:–কি রকম!😴

স্ত্রী–আমি সব সময় চাইছি!
আমার সব ভালোবাসা আমি আমার বরকে দিবো!
আর ওকে খুব জ্বালাবো!😬😬

আকাশ:–কি রকম!😦

স্ত্রী–জানেন আমার চাহিদা গুলো খুব সামান্য!
আমার বাড়ি/গাড়ি/ভালো-পোশাক/দামি ফার্নিচার কিছুই চাইনা!😑😑

আকাশ:–তাহলে কি চাই!🤔🤔

স্ত্রী–রোজ সকালে আপনি যখন অফিসে যাবেন তখন আমার কপালে একটা চুমু দিবেন!😘😘

আকাশ:–আর কি!🙊🙊

স্ত্রী–দুপুরে খাবার আগে যেখানেই থাকেন, আমাকে একটা কল দিবেন!
না হলে আমি না খেয়েই থাকবো!😶😐

আকাশ:–ওকে দিবো!
আর কি!🤔🤔

স্তী–অফিস থেকে ফেরার সময় আমার জন্য চকলেট\আইসক্রিম/ফুসকা/কিছু না কিছু আনতে হবে!😇😉

আকাশ:–আর কি!🤔🤔

স্ত্রী–যদি কখনো ভুলে যান তবে আবার বাইরে পাঠাই দিবো!😶😶

আকাশ:–ওকে আনবো!
আর কি!😑😑

স্ত্রী–আমার কুয়াশা, চাদনী রাত, ঠান্ডা খুব ভালো লাগে!
তাই মাঝে মাঝে ঘুরতে নিয়ে যেতে হবে!
ব্যস্ত থাকলে বলবো না!😪😪

আকাশ:–ওকে!🙄

স্ত্রী–মাঝে মাঝে চাদনী রাতে!
বেল কোনিতে বসে এক কাপে দুজন কফি খাবো!😌

আকাশ:–এক কাপে কেন!😳😲

স্ত্রী–হুম এক কাপেই খাবো!😋😋

আকাশ:–ওকে, আর!🤔🤔

স্ত্রী–মাঝে মাঝে বৃষ্টির রাতে ছাদে গিয়ে দুজনে ভিজবো!
আর তুমি রজনীগন্ধা ফুল দিয়ে আমায় প্রপোজ করবে!😍😍

আকাশ:–এই শহরে রজনীগন্ধা ফুল কোথায় পাবো!😕😟

স্ত্রী–আমি জানি না!
আর রাগ করলেও রজনীগন্ধা ফুল দিয়ে রাগ ভাঙ্গাতে হবে!😏😏

আকাশ:–এটাতো রিতিমত টর্চার!
সারা বছর রজনীগন্ধা ফুল কই পাবো!😟😟

স্ত্রী–আমি জানি না!🤨🤨

আকাশ:–আচ্ছা অন্য ফুলের কথা বলো!😕😕

স্ত্রী–না!
রজনীগন্ধা ফুল না দিতে পারলে আমায় কোলে নিতে হবে!
যতখন মন ভালো হয়নি ততখন কোলে নিয়ে থাকতে হবে!☺☺

আকাশ:–এই ৪৮ কেজির বস্তারে কোলে নিলে আমি বাচবো!😵😵

স্ত্রী–আমি জানি না!
কদিন পর আরো মোটা হবো!
তবুও কোলে নিতে হবে!😬😬

আকাশ–বলেকি!
প্রথমের গুলাইতো ভালো ছিল!😥😥

স্ত্রী–সব গুলাই ভালো!
কোলে নিবে কিনা বলেন!😳😳

আকাশ:–ওকে বাবা নিবো!😇😇

স্ত্রী–শোনেন!😟😟

আকাশ:–হুম বলো!🤔😪

স্ত্রী–আপনার এই বোকা বোকা চশমাটা একটু খুলবেন!😏😏

আকাশ:–কেনো!🥴

স্ত্রী–আপনাকে দেখবো!
এত মোটা ফ্রেমের চশমা পড়েন!
এখনো ভালো করে আপনাকে দেখি নাই !😱😱

আকাশ:-–আচ্ছা আমি ঘুমাবো!
চলো আগে তাহাজ্জুদ নামাজ পড়ে নিই কাল কথা হবে গুড নাইট!😷😷

স্ত্রী–এই যে শোনেন এখানে তো একটা বালিশ আমি কোথায় ঘুমাবো!😨😨

আকাশ–আমার বুকের উপর!😋😋

স্ত্রী–মানে কি!😐😐

স্বামী–তোমার যেমন আমাকে নিয়ে অনেক স্বপ্ন!
ঠিক তেমন তোমাকে নিয়ে আমার একটা স্বপ্ন!
আমার বউ সব সময় আমার বুকে মাথা দিয়ে ঘুমাবে!
সারাদিন যত রাগ ঝগড়াই হোক!
রাতের বেলা যেন কেউ কখনো অন্যজনকে ছাড়া না ঘুমাতে পারে এই হলো প্রেম!😇🥀
স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা থাকাটা এটাও একটা সুন্নত!
গল্পটা কেমন লাগলো???

আরো দেখুন….

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Categories

দুষ্টু মিষ্টি ভালোবাসা (পার্ট 2)

আপডেট সময় : ০৯:০১:১১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪

স্ত্রীঃ এই যে! আপনি কিন্তু আমাকে আমার অনুমতি ছাড়া টাচ করবেন না!😒😒

আকাশ: মানে! কি বুঝলাম না!😵😳

স্ত্রীঃ বুঝতে হবে না! আপনি আমাকে টাচ করবেন না! করলে কিন্তু আমি কান্না করবো!😭😭

আকাশ: ওকে, তাও কান্না করতে হবে না! ন্যাকা! এখন আপনি একটু সরে বসেন আমি ঘুমাবো!এভাবে বিছানার মাঝখানে বসে থাকলে আমি ঘুমাবো কি ভাবে!😐😐

স্ত্রীঃ শোনেন আমি আপনার ৫ বছরের ছোট!
তাই আমাকে আপনি বলবেন না! আমাকে তুমি করে বলবেন আর আমি আপনাকে আপনি করে বলবো!😒😒!

আকাশ: কেনো এমনটা হবে! হয় দুজনে তুমি বলবো না হয় আপনি!😏😏

স্ত্রীঃ দেখুন কথা না শুনলে কিন্তু কান্না করবো এমনি আম্মু আব্বুর জন্য খারাপ লাগছে!😕😕

আকাশ: কি আজব! কথায় কথায় কাদতে হবে নাকি!😒😒

স্ত্রীঃ না! আগে বলেন রাজি কিনা!😏😏😎

আকাশ : ওকে রাজি তুমি ঘুমাবে না!😶😶

স্ত্রীঃ শোনেন আজ রাতে আমি আপনি কেউ ঘুমাবো না!😌😌

আকাশ : কেনো!😒😒

স্ত্রীঃ আমি না সারা জীবন কোন প্রেম করিনি!
সব সময় ভেবেছি যাকে বিয়ে করবো তার সাথেই প্রেম করবো!
আর যত দিন পর্যন্ত তাকে ভালবাসতে পারবো না ততদিন তাকে টাচ করতে দিব না!😊

আকাশ : ওহহ আচ্ছা!
এর সাথে না ঘুমানোর কি কারণ বুঝলাম না!😟😟

স্ত্রীঃ আপনি আজ ঘুমাবেন না!
আজ সারা রাত আপনার সাথে গল্প করবো!😑😑

আকাশ: কি গল্প!😦😦

স্ত্রীঃ আমার বরকে নিয়ে আমি যত স্বপ্ন দেখছি…সেই গল্প!😇😇

আকাশ : এ আমি না আজ খুব ক্লান্ত!
কাল গল্প করি!😪😪

স্ত্রীঃ না…আজকেই!
আপনি ঘুমালে কিন্তু আপনার গায়ে পানি ঢেলে দিবো!😬😬
()

আকাশ :কয় কি! (এই শীতের রাতে)
না থাক তার চেয়ে বরং গল্প করি!
বলো কি বলবে!😳😳

স্ত্রীঃ আপনি তো আচ্ছা বরিং মানুষ!
কথা বলতেও পারেন না ঠিক ভাবে!
আমার নাম জিজ্ঞেস করেন!😏😏

আকাশ : ওহহ আচ্ছা তোমার নামতো বৃষ্টি , তাই না!😃😃

স্ত্রীঃ আরে দুর এভাবে কি কেউ জিজ্ঞেস করে!😤😤

আকাশ : তাহলে কি ভাবে জিজ্ঞেস করে!😯😯

স্ত্রীঃ বলবেন…তোমার নাম কি!😐😐

আকাশ : কিন্তু আমি তো তোমার নাম জানি!😳😳

স্ত্রীঃ উফ…আপনাকে কিন্তু যা বলতে বলছি তাই বলেন!😑😑

আকাশ : ওকে….তোমার নাম কি!😇

স্ত্রী–আমি মুক্তি!😑

আকাশ:–কিসে পড়ো!😶

স্ত্রী–অনার্স প্রথম বর্ষ!😐

আকাশ:–আর কি!😦

স্ত্রী– দূর ছাই কি বরিং মানুষ আপনি!😥😥

আকাশ:–আবার কি করলাম!😐😐

স্ত্রী–ওকে আপনার প্রশ্ন করতে হবে না!আমি নিজে থেকেই বলছি!
যানেন আমার সব ফ্রেন্ড রা রিলেশন করতো!
কিন্তু আমি করতাম না!😢😢

আকাশ:–কেনো!😯

স্ত্রী–কারণ আমি আমার বরের দুষ্ট মিষ্টি বউ হতে চাইছি সব সময়!😁😁

আকাশ:–কি রকম!😴

স্ত্রী–আমি সব সময় চাইছি!
আমার সব ভালোবাসা আমি আমার বরকে দিবো!
আর ওকে খুব জ্বালাবো!😬😬

আকাশ:–কি রকম!😦

স্ত্রী–জানেন আমার চাহিদা গুলো খুব সামান্য!
আমার বাড়ি/গাড়ি/ভালো-পোশাক/দামি ফার্নিচার কিছুই চাইনা!😑😑

আকাশ:–তাহলে কি চাই!🤔🤔

স্ত্রী–রোজ সকালে আপনি যখন অফিসে যাবেন তখন আমার কপালে একটা চুমু দিবেন!😘😘

আকাশ:–আর কি!🙊🙊

স্ত্রী–দুপুরে খাবার আগে যেখানেই থাকেন, আমাকে একটা কল দিবেন!
না হলে আমি না খেয়েই থাকবো!😶😐

আকাশ:–ওকে দিবো!
আর কি!🤔🤔

স্তী–অফিস থেকে ফেরার সময় আমার জন্য চকলেট\আইসক্রিম/ফুসকা/কিছু না কিছু আনতে হবে!😇😉

আকাশ:–আর কি!🤔🤔

স্ত্রী–যদি কখনো ভুলে যান তবে আবার বাইরে পাঠাই দিবো!😶😶

আকাশ:–ওকে আনবো!
আর কি!😑😑

স্ত্রী–আমার কুয়াশা, চাদনী রাত, ঠান্ডা খুব ভালো লাগে!
তাই মাঝে মাঝে ঘুরতে নিয়ে যেতে হবে!
ব্যস্ত থাকলে বলবো না!😪😪

আকাশ:–ওকে!🙄

স্ত্রী–মাঝে মাঝে চাদনী রাতে!
বেল কোনিতে বসে এক কাপে দুজন কফি খাবো!😌

আকাশ:–এক কাপে কেন!😳😲

স্ত্রী–হুম এক কাপেই খাবো!😋😋

আকাশ:–ওকে, আর!🤔🤔

স্ত্রী–মাঝে মাঝে বৃষ্টির রাতে ছাদে গিয়ে দুজনে ভিজবো!
আর তুমি রজনীগন্ধা ফুল দিয়ে আমায় প্রপোজ করবে!😍😍

আকাশ:–এই শহরে রজনীগন্ধা ফুল কোথায় পাবো!😕😟

স্ত্রী–আমি জানি না!
আর রাগ করলেও রজনীগন্ধা ফুল দিয়ে রাগ ভাঙ্গাতে হবে!😏😏

আকাশ:–এটাতো রিতিমত টর্চার!
সারা বছর রজনীগন্ধা ফুল কই পাবো!😟😟

স্ত্রী–আমি জানি না!🤨🤨

আকাশ:–আচ্ছা অন্য ফুলের কথা বলো!😕😕

স্ত্রী–না!
রজনীগন্ধা ফুল না দিতে পারলে আমায় কোলে নিতে হবে!
যতখন মন ভালো হয়নি ততখন কোলে নিয়ে থাকতে হবে!☺☺

আকাশ:–এই ৪৮ কেজির বস্তারে কোলে নিলে আমি বাচবো!😵😵

স্ত্রী–আমি জানি না!
কদিন পর আরো মোটা হবো!
তবুও কোলে নিতে হবে!😬😬

আকাশ–বলেকি!
প্রথমের গুলাইতো ভালো ছিল!😥😥

স্ত্রী–সব গুলাই ভালো!
কোলে নিবে কিনা বলেন!😳😳

আকাশ:–ওকে বাবা নিবো!😇😇

স্ত্রী–শোনেন!😟😟

আকাশ:–হুম বলো!🤔😪

স্ত্রী–আপনার এই বোকা বোকা চশমাটা একটু খুলবেন!😏😏

আকাশ:–কেনো!🥴

স্ত্রী–আপনাকে দেখবো!
এত মোটা ফ্রেমের চশমা পড়েন!
এখনো ভালো করে আপনাকে দেখি নাই !😱😱

আকাশ:-–আচ্ছা আমি ঘুমাবো!
চলো আগে তাহাজ্জুদ নামাজ পড়ে নিই কাল কথা হবে গুড নাইট!😷😷

স্ত্রী–এই যে শোনেন এখানে তো একটা বালিশ আমি কোথায় ঘুমাবো!😨😨

আকাশ–আমার বুকের উপর!😋😋

স্ত্রী–মানে কি!😐😐

স্বামী–তোমার যেমন আমাকে নিয়ে অনেক স্বপ্ন!
ঠিক তেমন তোমাকে নিয়ে আমার একটা স্বপ্ন!
আমার বউ সব সময় আমার বুকে মাথা দিয়ে ঘুমাবে!
সারাদিন যত রাগ ঝগড়াই হোক!
রাতের বেলা যেন কেউ কখনো অন্যজনকে ছাড়া না ঘুমাতে পারে এই হলো প্রেম!😇🥀
স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা থাকাটা এটাও একটা সুন্নত!
গল্পটা কেমন লাগলো???

আরো দেখুন….